বুধবার, ৬ অক্টোবর, ২০১০

বারণ

তোমার সাথে দেখা মানেই
মন খারাপের কারণ,
মনকে আমি স্বান্তনা দেই
তোমায় দেখা বারণ।

...দোষ

কি বলিব তোমার গুণ?
পানের সাথ যেমন চুন,
তুমি তেমন গুণি লোক-
জয়ের মালা তোমার হোক।

অনেক করে খুঁজিয়া,
পাইনা কিছু বুঝিয়া-
দোষ কি তোমার কিছু নেই?
দোষের খোঁজে পিছু নেই।

পেলাম শেষে একটি দোষ;
তোমার আছে 'স্বপ্নদোষ' !

তুলেছিলে গাছে ...

তুলেছিলে গাছে আর কেড়েছিলে মই,
নেমে যাব এক লাফে তেমন আমি নই;
গাছে গাছে বহুদিন নামছিনা তাই,
কারো মন পাবার আগে থামছিনা তাই।

চেয়েছিল প্রেম কেউ পেয়েছিল ছ্যাকা,
কারো কারো চালাকিতে কেউ হয় বোকা;
বোকা সোকা বহুদিন থামছিনা তবু,
একটা সত্যি প্রেম মিলে যাক প্রভু !

কিছু অপকাব্য


ব্রেইন সার্কিট হ্যাং হয়েছে
বন্ধু তোমার ভাবনায়,
সাইকোলজিস্ট ঠিক করে দাও
সিট করে দাও পাবনায় !


সবই তুমি মিথ্যে ভাবো বলি যা,
সিগারেটে ফুটো করি কলিজা !


ভাবলে মনে লাগে হিট-
ফর ইউ আই এ্যাম আনফিট !


কেটে আনা খালে
কুমিরের বাস,
আবার এসেছি ফিরে
হয়ে তোমার ত্রাস!

ফেসবুক বিষয়ক অপকাব্য

০১

বিকেল জুড়ে আড্ডা মারা

বন্ধুরা সব কই?

বন্ধুরা নেই

আড্ডা দিতে

ফেসবুকে তাই রই।



০২

আমি যাহাদের খুঁজিয়া বেড়াই

কেহ নহে ফেসবুকার;

হয়তো করিয়া শাদী মোবারক

হইয়াছে সব কুকার।

কারণ

হয়তো কোথাও
লুকিয়ে আছ
ছদ্মনামে;
খুঁজে বেড়াই
পাইনা বলেই
পদ্য নামে।

মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০১০

প্রেম-বিবাহের অপকাব্য

০১
সংসারে দোষ যা, প্রেমে ছিল গুণ তা;
প্রেমের স্বাদ মিষ্টি, বিয়ের স্বাদ নুনতা।

০২
না পাওয়ার নাম প্রেম,
পাওয়ার নাম বিয়ে;
ভালবাসি অন্যদের,
থাকি তোমায় নিয়ে।

০৩
বহু প্রেমে ছিলাম আমি মগ্ন,
তারপরেতে এলো বিয়ের লগ্ন;
একজনেতে আটকে গেল ফানটাসি,
মাইনকা চিপায় পড়ে এখন কানতাছি।