মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০১০

প্রেম-বিবাহের অপকাব্য

০১
সংসারে দোষ যা, প্রেমে ছিল গুণ তা;
প্রেমের স্বাদ মিষ্টি, বিয়ের স্বাদ নুনতা।

০২
না পাওয়ার নাম প্রেম,
পাওয়ার নাম বিয়ে;
ভালবাসি অন্যদের,
থাকি তোমায় নিয়ে।

০৩
বহু প্রেমে ছিলাম আমি মগ্ন,
তারপরেতে এলো বিয়ের লগ্ন;
একজনেতে আটকে গেল ফানটাসি,
মাইনকা চিপায় পড়ে এখন কানতাছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন